Site icon janatar kalam

মুখ্যমন্ত্রী সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মহাকরণ অভিযান টেট পাশ বেকার যুবক যুবতীদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার অল ত্রিপুরার টেট পাস বেকার যুবক-যুবতীরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে মহাকরণে দেখা করতে আসেন। টেট পাশ শিক্ষিত যুবক যুবতীরা তাদের চাকরি পাওয়ার জন্য বিগত বেশ কয়েকবার নেতা-মন্ত্রী দ্বারস্থ হয়েছেন কিন্তু তারপরও তাদের সমস্যার সুরাহা হয়নি। রাজ্য সরকারের কাছে সাংবাদিক সম্মেলন করে তাদের দাবি জানিয়ে আসছিলেন কিন্তু সরকার উদাসীন ভূমিকা পালন করছে। টেট পাশ শিক্ষিত যুবক যুবতীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বারকয়েক দেখা করার চেষ্টা করেছেন কিন্তু দেখা করতে পারেননি। শুক্রবার টেট পাশ শিক্ষিত বেকার যুবক যুবতীরা মহাকরণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তাদের দাবি-দাওয়া নিয়ে দেখা করতে আসলে পুলিশ প্রশাসন তাদেরকে মহাকরণে যেতে অনুমতি দেয়নি বলে জানান টেট পাস শিক্ষিত বেকার এক যুবক। রাজ্যের বর্তমান সরকার ভিশন ডকুমেন্টে প্রত্যাশা দিয়ে রাজ্যে ক্ষমতায় মসনদে বসেন কিন্তু আদতে তা সঠিকভাবে বাস্তবায়িত করছেন না। শেষ পর্যন্ত মহাকরনে আসা টেট পাশ শিক্ষিত বেকার যুবক যুবতীদের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে।

Exit mobile version