জনতার কলম প্রতিনিধিঃ- অবশেষে ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকারের প্রচেষ্টায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরে ফিরতে শুরু করেছে রাজ্যের ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। আজ ঘরে ফিরল বিলোনিয়া শহরের বনকর এলাকার ডাক্তারি পড়ুয়া ছাত্র দীপ্তনু বৈদ্য। বাড়ি ফেরার সাথে সাথে উদ্বিগ্ন মা এবং আত্মীয়-পরিজনদের সাথে এলাকাবাসীর মধ্যে স্বস্তির কান্নার পাশাপাশি উচ্ছ্বাস দেখা গেল। একে একে দীপ্তনুকে দেখতে বাড়িতে আসছে লোকজন। কিছুক্ষণ বাদে বাড়ি ফিরবেন বিলোনিয়ার আরেক ডাক্তারি পড়ুয়া ছাত্রী মেঘা ত্রিবেদী।ঘরে ফিরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দীপ্তনু এবং তার বাবা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। সম্পূর্ণ সরকারি খরচায় ঘরে ফিরল এই ডাক্তারি পড়ুয়া ছাত্র। ধন্যবাদ জানিয়েছেন সমস্ত সংবাদমাধ্যমকেও। তুলে ধরেন ইউক্রেনে তার দেখা বাস্তব চিত্র।