জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আমরা বাঙালি সদর কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় আমরা বাঙালি দলের পক্ষ থেকে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমরা বাঙালি দলের সচিব বলেন এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হচ্ছে তার ফলে গোটা বিশ্বের মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাছাড়া আমাদের দেশের ও আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার অনেক ছাত্র-ছাত্রী লেখা পড়ার সুত্রে কিংবা অনেকে ব্যবসা সূত্রে সেখানে বসবাস করছেন কিন্তু যে পরিস্থিতি সেখানে চলছে তার ফলে চিন্তিত পরিবারের লোকজন। বলাবাহুল্য গতকাল রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধের তাণ্ডবে কর্নাটকের মেডিকেল পড়ুয়া ছাত্র সেখানে নিহত হয়েছেন, তাই সেদিকে লক্ষ্য রেখে দেশের সরকার রাশিয়া এবং ইউক্রেনের সাথে কথা বলে মীমাংসা করার পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি রাখেন আমরা বাঙালি বলে জানান তিনি। তাছাড়া তিনি এদিন আরো বলেন এই যুদ্ধ যদি আরো কিছু দিন চলে তাহলে আমাদের দেশকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে, কেননা ইউক্রেন থেকে তৈল জাতীয় দ্রব্যাদি আমদানি হয়ে থাকে কিন্তু যুদ্ধ চলায় তা বন্ধ হয়ে রয়েছে যার ফলে আমাদের দেশে তেলের দাম বেড়ে গেছে, যার ফলে দেশের সাধারণ মানুষকে ব্যাবক সমস্যার সম্মুখীনের মধ্য দিয়ে চলতে হচ্ছে। সুতরাং এই লড়াই যেন আর দীর্ঘায়ু না হয় সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য আহব্বান রাখেন।