Site icon janatar kalam

মন্ত্রী সুশান্ত চৌধুরীর রাজ্যবাসীর প্রতি মহাশিবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কাল মহা শিব রাত্রী। এটি হিন্দুদের একটি অত্যন্ত উল্লেখযোগ্য উত্‍সব। বার্ষিক এই ধর্মীয় উত্‍সব প্রতি বছর মহা আড়ম্বরে পালন করেন শিব ভক্তেরা। মহাশিবরাত্রি হল আসলে মহাদেব ও পার্বতীর মিলন উত্‍সব। এদিন পূণ্যার্থীরা কঠোর ভাবে উপবাস পালন করেন। এছাড়া ধর্মীয় নানা ক্রিয়াকলাপের মাধ্যমে মহাদেবকে তুষ্ট করা হয়। শিবরাত্রির পরের দিন চতুর্দশীতে পরান পালন করা হয়। আর এই মহা শিবরাত্রি উপলক্ষে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, শুভেচ্ছা বার্তায় মন্ত্রী সকলের মঙ্গল কামনা করে বলেছেন যে “শিব_চতুর্দশীর মহাতিথিতে আপনাদের পরিবারের সকল জরা-ব্যাধি, বিপদ-আপদ কেটে নেমে আসুক আনন্দ। ভগবান শিবের আশীর্বাদে সবার জীবন আনন্দময় হয়ে উঠুক। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে মহা_শিবরাত্রি আমাদের সবার জীবনকে দিক অনেক সুন্দর কিছু সৃষ্টির প্রেরণা। সর্বশক্তিমান মহাদেবের আশীর্বাদে জীবনের সব দুঃখ-কষ্ট-খারাপ সময় কেটে যাক। জীবন আনন্দময় হয়ে উঠুক সবার। সবার জীবনে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হোক।
সবাইকে জানাই শুভ #মহা_শিবরাত্রি ও #শিব_চতুর্দশীর শুভেচ্ছা🙏🏻

Exit mobile version