Site icon janatar kalam

প্রকাশিত হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান এর ফলাফল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান এর ফলাফল প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ । তবে এই ফল প্রকাশের ক্ষেত্রে একটু ব্যাতিক্রম পর্ষদ সভাপতির ভাষায় । সোমবার পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করেন সভাপতি ডক্টর ভবতোষ সাহা । দুপুর সাড়ে বারটার পর থেকেই পর্ষদের ওয়েব সাইটে ছাত্র ছাত্রীরা তাদের টার্ম ওয়ান পরীক্ষার মোট নম্বর জানতে পারবে । ২ মার্চ এরপর থেকে স্কুল থেকে পাওয়া যাবে নম্বরের একটি স্টেটমেন্ট । তবে যারা একটা বা দুটা বিষয়ের পরীক্ষা দিয়েছে তাদের মোট নম্বর ওয়েব সাইটে দেওয়া থাকবে না । তারা স্কুল থেকে তাদের নম্বর পরবর্তী সময়ে জানতে পারেবেন । প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৪৩,২৮২ জন আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ২৮,৬৫৮ জন ।

Exit mobile version