জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী দীর্ঘ ২৫ বছরের অপশাসন থেকে জনগণকে মুক্তি দিয়ে রাজ্যে সরকার গড়ে ভারতীয় জনতা পার্টি আজ এই সরকার ছেড়ে কিভাবে বিরোধী দল বামফ্রন্টকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো যায় তা নিয়ে অপপ্রয়াস চালানো হচ্ছে বিগত কিছুদিন ধরেই নাম না করে সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেতৃত্বদের নিশানা করে এমনটাই অভিযোগ করেন তিনি , পাশাপাশি কিছুদিন আগে কোন এক দল খেলা হবে স্লোগান দিয়ে রাজ্য রাজনীতি গরম করতে চেয়েছিলেন কিন্তু জনগণ তাদের বিসর্জন দিয়েছে এবং সারা দেশেই কংগ্রেস দল সিপিআইএম দলকে সঙ্গে নিয়ে চলছে এবং আমরা বিগত ২৫ বছরে আমরা দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি আমরা দেখেছি সুতরাং সেই জন্যই বিগত ২৫ বছরে রাজ্যে পরিবর্তন হয়নি আর কংগ্রেস ভাবতেই পারেনি যে রাজ্যে পরিবর্তন হবে বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া এদিন তিনি আরো বলেন রাজ্য সরকার শান্তিশৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কাজে অগ্রসর হচ্ছে , স্মার্ট সিটির কাজ চলছে , কিভাবে মানুষের উন্নতি করা যায় , কিভাবে রাজ্যের আরো উন্নয়ন করা যায় সেবিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে , কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষে এবং বিরোধী সিপিআইএমকে মদত যোগানোর লক্ষে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে কংগ্রেস দল বলে মন্তব্য করেন তিনি।