Site icon janatar kalam

নীতি-নিয়ত-নিয়ম নিয়ে আমাদের সরকার চলে – বিল্পব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ টি আর টি সির নতুন বাস পরিষেবা ও ওয়েবসাইট, লোগো উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি টি আর টি সির উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , রাজ্যের কৃষি মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায় , টি আই ডি সি চেয়ারম্যান টিংকু রায় , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্যী। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন টি আর টি সি-র নতুন এসি বাস পরিষেবা যা আজ চালু হয়েছে এবং ওয়েবসাইট ও লোগো উদ্বোধনের ফলে ত্রিপুরাবাসী নিশ্চই লাভান্বিত হবে। গতকাল আস্তাবলে যে জনসভা হয়েছে তা ছিল রাজনৈতিক ব্যবসায়ীদের জনসভা। এদের পেশা হচ্ছে রাজনীতি। এ দেশ গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, নেতাজীর মতো ত্যাগীদের দেশ। এ দেশে রাজনৈতিক ব্যবসা চলবেনা, আর আমিও এগুলি এখানে চলতে দেবোনা। আমাদের দলের নেতৃত্ব ও কার্যকর্তারা নিজে পরিশ্রম করে রোজগার করেন তারপরে রাজনীতি করে কিন্তু বিরোধী দলের নেতৃত্বের রোজগার হচ্ছে রাজনীতি ও চাঁদাবাজী। তাছাড়া এদিন তিনি আরো বলে যে আমাদের সরকার নীতি-নিয়ত-নিয়ম এই তিন নিয়ে চলে আর আগের মতো পার্টি অফিস থেকে সরকার চলে না।

Exit mobile version