Site icon janatar kalam

জনতার নীরবিচ্ছিন্ন আস্থাই একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য সর্বোচ্চ আত্মসন্মান- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার সোনামুড়া টাউন হলে আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির জেলা ভিত্তিক, প্রশিক্ষণ কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন জনতার নীরবিচ্ছিন্ন আস্থাই একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য সর্বোচ্চ আত্মসন্মান l সাংগঠনিক অগ্রজদের কাছ থেকে অর্জিত জ্ঞান ও জিজ্ঞাসু কৌতূহলি ভাবনা সঞ্চিত অভিজ্ঞতা। সবাইকে সাথে নিয়ে প্রাক পরিকল্পনা স্থির করে, দায়িত্ব বন্টণের পাশাপাশি আত্মত্যাগ ও সেবা ভাবনায় মানুষের সাথে নিবিড় যোগ স্থাপন আবশ্যক l আত্ম উপলব্ধি দ্বারা নিজের সর্বশ্রেষ্ঠ গুনকে পরিচর্যার বিকাশ ও মানবতার প্রতি আস্থাশীলতা নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট l সংযত ও আবেগের পরিপক্কতা দ্বারা বাহ্যিক ও অভ্যন্তরিন বিকাশ আবশ্যক l তাছাড়া এদিন তিনি আরও বলেন ১০৩২৩ এর চাকরি যারা দিয়েছে, যারা খেয়েছে উভয়ে এক গোত্রের । বর্তমান সরকারের সময়ে যাদের চাকরি হয়েছে, কারো চাকরি কেউ কোনদিন খেতে পারবে না। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু এখন কেউ উস্কাতে যায় । সঠিক রাস্তা দেখায় না । যদি কেউ সঠিক রাস্তা দেখিয়েছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Exit mobile version