Site icon janatar kalam

আশা কর্মী থেকে শীর্ষ অধিকারিকদের আন্তরিক কর্ম প্রচেষ্টায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় সাফল্য এসেছে: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত দিনে অহং বোধকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে আন্তরিকতার ঘাটতি ছিল l কিন্ত কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগের সাথে বিনয়পূর্বক নিয়ত যোগ স্থাপন দ্বারা, অনড় দৃষ্টিভঙ্গিতে রাজ্যের প্রাপ্তি সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য l বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার আগরতলায় মুক্তধারা অডিটরিয়ামে অনিমিয়া ও টিবি মুক্ত ত্রিপুরা করতে পক্ষকালব্যাপী বিশেষ অভিযান এবং ইউনিটেকারেড পালস পোলিও ইমুনাইজেশন কর্মসূচির রাজ্যভিত্তিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজ হাতে শিশু দের কে পোলিও খাইয়েছেন। এই দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনার বক্তব্য তুলে ধরেন রাজ্যের মূল ব্যক্তি প্রদত্ত উৎসাহিতকরণ পরিষেবা প্রদানকারীদের মনোবলকে চাঙ্গা করে, অসাধ্য সাধনের পথে ধাবিত করে l এরই ফলশ্রুতিতে বর্তমানে জটিল রোগের চিকিৎসা সহ অন্যান্য পরিষেবার সুফল বন্টনে একের পর এক সাফল্যের নজির স্থাপন হচ্ছে বলে উনার বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি তিনি আরো বলেন সড়কের পাশাপাশি মনণের গতিপথকেও সরল রেখায় অগ্রসরমনতাই আমাদের সরকারের সংকল্প l প্রধানমন্ত্রীর দিশা নির্দেশনায় উত্তর পূর্বের অষ্ট লক্ষী হাতে হাত ধরে সম্মিলিত ভাবে বিকাশের লক্ষ্যে ধাবমান l স্বাস্থ্য পরিকাঠামোর অত্যাধুনিকরন সহ আশা কর্মী থেকে শীর্ষ অধিকারিকদের আন্তরিক কর্ম প্রচেষ্টায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অভূতপূর্ব সাফল্য এসেছে বলে জানান তিনি।

Exit mobile version