Site icon janatar kalam

নারীর ক্ষমতায়নই ডবল ইঞ্জিন সরকারের প্রধান লক্ষ্য – বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীর ইন্দ্রনগর মহিলা আইটিআই এর রাজ্য শিল্প ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই মহিলা আইটিআই এর রাজ্য শিল্প ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে , নারীর ক্ষমতায়নই ডবল ইঞ্জিন সরকারের প্রধান লক্ষ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এবং আমরা নারীদের দক্ষতা-ভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মমানীরভার তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে অভিমত ব্যাক্ত করেন। তাছাড়া তিনি এদিন মুখ্যমন্ত্রী আগামী দিনে রাজ্যের নাম উজ্জ্বল করতে যাওয়া ছাত্রছাত্রীদের সাথে কিছু সময় কাটান এবং তাদের নতুন জিনিস শেখার কৌতূহলী এবং বিভিন্ন দক্ষতায় তাদের হাত চেষ্টা করার আগ্রহে অত্যন্ত খুশি বলে ব্যাক্ত করার পাশাপাশি ,তাদের সবাইকে আগামী দিনের প্রচেষ্টার জন্য শুভ কামনা জানান।

Exit mobile version