জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা: ত্রিপুরা স্টেট রাইফেল তথা টি এস আর বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে তা দিন দিন আরো বড় আকার নিচ্ছে। এই সকল বঞ্চিত যুবকদের পাশে দাঁড়ালেন ত্রিপুরার বিজেপি বিধায়ক পদত্যাগকারী সুদীপ রায় বর্মন এবং আশিষ সাহা। মঙ্গলবার আগরতলার রাধানগর এলাকায় বেসরকারি বিয়ে বাড়িতে জমায়েত হয় এবং এখানে প্রাক্তন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিষ সাহার সঙ্গে দেখা করেন। এদিন সুদীপ রায় বর্মন বলেন- এই রাজ্যের বেকার এবং ছাত্রসমাজ বর্তমান সরকারের দ্বারা প্রতারিত। সুষ্ঠু নিয়োগ নীতির নামে অর্থ কেমন চলছে বলে অভিযোগ করেন। মুখ দেখে চাকরি দেওয়া হচ্ছে এক্ষেত্রে শারীরিক ভাবে আনফিট ব্যক্তিদেরকে নিয়োগ করা হচ্ছে। তিনি আরো বলেন এই সরকার কারো যুক্তিসংগত কথা শুনে না, কারণ এই সরকার একরোখা মনোভাব নিয়ে পরিচালিত হচ্ছে। অহংকারী সরকার যা খুশি তাই করে বেড়াচ্ছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। তারা হিংসা এবং পেশী শক্তিতে বিশ্বাসী। ভাবা যায় গণতান্ত্রিক দেশে বঞ্চিত মানুষ আদালতে গিয়ে মামলা করতে পারে না তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।