জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ এমবিবি কলেজ মাঠে স্বর্গীয় হিরুধন দেব স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের নুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন অনুষ্ঠানের উদ্বোধনের পর তিনি যুবকদের সাথে আলাপ করেন এবং রাজ্যে খেলাধুলার প্রচারের জন্য ত্রিপুরা সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাদের অনুমোদন করেন। এদিনের অনুষ্ঠানে ইন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী জি এবং প্রদেশ বিজেপি সভাপতি ডঃ মানিক সাহাসহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমার পিতা ১৯৬৭ থেকে প্রথমে জনসংঘ ও পরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তখন অনেকেই বলত যে বিজেপি কোনদিন ক্ষমতায় আসবেনা তাই এই দল করে কি লাভ? কিন্তু আমার বাবা দলের জন্য কাজ করে গেছেন যার ফলস্রুতি হচ্ছে আজ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই সকলকে অনুরোধ করছি ব্যক্তি স্বার্থ ছেড়ে সার্বিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে আসুন। তাছাড়া এদিন তিনি আরো বলেন এ রাজ্যে নেশা কারবারিদের প্রশ্রয় দিয়েছে পূর্বতন শাসকদলের নেতারা। তাদের কারনেই এ রাজ্যের যুবসমাজ নেশার অন্ধকারে নিমজ্জিত। কিন্তু এখন আমরা ঐ অবৈধ নেশা বাণিজ্য বন্ধ করতে কাজ করছি। বর্তমানে রাজ্যে রয়েছেন একজন তরুন তুর্কি ক্রীড়ামন্ত্রী। তাঁর নেতৃত্বে রাজ্য ক্রীড়া ক্ষেত্রে নতুন সোপান লাভ করছে। আমি যুবসমাজকে অনুরোধ করবো নেশার পথ ছেড়ে এগিয়ে আসুন ও খেলাধুলায় মনোযোগী হোন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।