জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ এর বাইক রেলি,অনুষ্ঠিত শুক্রবার আগরতলা শহরে। রেলিটি সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু করে সদর শহর জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে পুনরায় সিপিএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এই দিন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত চার বছর ধরে আমাদের রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। একদিকে রাজ্যজুড়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে অন্যদিকে শিক্ষা এবং কাজের অধিকার আক্রান্ত। গণতন্ত্র নেই এই প্রেক্ষাপটে আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রুটি রুজির লড়াইকে বেগবান করতে ডি ওয়াই এফ আই, এস এফ আই, টি ওয়াই এফ, টি এস ইউ উদ্যোগে বাইক রেলী। এই লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এই লড়াই বাঁচার লড়াই এবং আগামী দিন কাজ ও শিক্ষার দাবিকে তীব্র করার লড়াই বলে জানান তিনি। .
Leave a Comment