জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিঙ কমিটির আহবায়ক সুবল ভৌমিকের বাস ভবনে তৃণমূল কংগ্রেস এস টি সেলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় ১৭ দফা দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস এস টি সেলের আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিঙ কমিটির আহবায়ক সুবল ভৌমিকসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে টিএমসি স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক সমালোচকদের নিন্দা করেছেন যারা দাবি করেছেন যে ত্রিপুরায় টিএমসির কোনও গুরুত্ব নেই। “আমি বলব, টিএমসিই একমাত্র দল যার গাম্ভীর্য রয়েছে। টিএমসির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র রয়েছে যা গুজব ছড়ানোর চেষ্টা করছে যে টিএমসির কোনও ভিত্তি নেই এবং কাজটি নিয়ে মোটেও গুরুতর নয়। তবে সমস্ত গুজবের মধ্যে, লোকেরা আগামী দিনে দেখতে পাবে, টিএমসি কী”,। তাছাড়া এদিন তিনি আরো বলেন “আমরা চাই না এই রাজ্যে বিজেপির একনায়কত্ব এবং বাম সরকারের দুর্নীতির পুনরাবৃত্তি হোক। পার্বত্য অঞ্চলের লোকেরা টিএমসির সাথে রয়েছে এবং সেখানকার লোকেরা জানে যে কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ই ভাল দিন আনতে পারেন”,বলে।
রাজ্য
গুজবের মধ্যে, লোকেরা দেখতে পাবে, টিএমসি কী”- সুবল ভৌমিক
- by janatar kalam
- 2022-02-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this