Site icon janatar kalam

মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন পরিদর্শনে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা রাজধানীর অন্যতম বিদ্যালয় মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এন এস এস এর একটি অনুষ্ঠানে আসেন এবং অনুষ্ঠান শেষে তিনি এই বিদ্যালয়ের নব নির্মিত ভবন পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে দেখেন নব নির্মিত ভবনের সিলিং ফ্যান থেকে শুরু করে জলের পাইপ লাইন চুরি হয়ে গেছে , তাছাড়া তিনি দেখেন বিদ্যালয়ের খেলার মাঠ অবধি দখল করে নেওয়া হচ্ছে , এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান অনেকদিন পর এই বিদ্যালয়ে আসা, বিদ্যালয়ে এন এস এসের উদ্যোগে আয়োজিত বিশেষ শিবিরের সাক্ষী থাকতে এসেছেন বলে ও তিনি এই বিদ্যালয়ে দীর্ঘদিন চাকুরী করেছেন বলে জানান। কিন্তু বিদ্যালয়ের নব নির্মিত ভবনের সামগ্রী চুরির ব্যাপারটি দেখে তিনি হতভম্ভ হয়ে গেলেন , কিন্তু এদিন আশ্বাস দেন যে এ বিষয়টি তিনি হাউসিং বোর্ড এবং উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার গোচরে নেবেন বলে।

Exit mobile version