জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের কনফারেন্স হলে ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক সকল স্তরের শিল্পী ও কলেজ স্তরের শিক্ষক শিক্ষিকাসহ বিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক প্রস্তুতি বৈঠক করা হয়। এদিনের বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আগামী ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ হাই কমিশন এবং রাজ্য শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে পালিত হতে চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবারের মাতৃভাষা উৎসব দুটি ভাগে বিভক্ত করে করা হবে প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটির সূচনা করা হবে এবং পরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠানটি করা হবে বলে জানান।