Site icon janatar kalam

হোম কোয়ারেন্টিনে ৬ জন, লকডাউন পড়লো ক্যাম্পেও

এবার করোনায় সংক্রমিত হলো রাজ্যের প্রশাসনের সৈনিক। উল্লেক্ষিত ব্যাক্তিটি টিএসআর জওয়ান, জানাযায় ব্যাক্তিটি মধ্যপ্রদেশ থেকে এসে ধর্মনগর বন্ধুর বাড়িতে থাকে এরপরদিন সেখানথেকে ক্যাম্পে যায়। তারপর প্রাথমিক চিকিৎসার জন্য কাঞ্চনপুর হাসপাতালে যায়, স্বাস্থ্য কর্মীরা খবর পেয়ে উল্লেক্ষিত বন্ধু, ক্যাম্পে কর্তবরত আরেক জন জওয়ান সহ কাঞ্চনপুর হাসপাতালের ডাক্তার কে হোম কোয়ারেন্টিনে রাখা হয় বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি ব্যাক্তিটির সংস্পর্শে আশা ক্যাম্পটিকে লকডাউন করা হয়

Exit mobile version