Site icon janatar kalam

উচ্ছেদের প্রতিবাদে তৃনমূলের বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা শহরে হকার উচ্ছেদের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল রাজধানীর রাজপথে। আগরতলা বনমালীপুর থেকে একটি মিছিল বের হয় আগরতলা রাজপথ পরিক্রমণ করে তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের বাসভবনের সামনে এসে শেষ হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হকার উচ্ছেদের ঘটনাকে প্রতিবাদ জানানো হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক বলেন স্বৈরাচারী জনবিরোধী সরকার দিনের-পর-দিন গরীব মানুষের উপর অত্যাচার জুলুম সন্ত্রাস তার পরে ও সামান্য যারা খেটে খাওয়া মানুষ, হকার, বাঁশ ব্যাপারী,ফুল ব্যাপারী, ফেরিওয়ালা, অটো,টমটম, পরিচারিকা কাজ যারা করেন তাদের মুখের গ্রাস প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে। হকারদের পূর্ণবাসন দিতে হবে এই দাবি রাখেন। তারই প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করেন আগরতলা শহরে বলে জানান তিনি।

Exit mobile version