জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলার সুভাষ নগর থেকে শুরু করে অন্যান্য জায়গায়ও জমি সংক্রান্ত অভিযোগ বহুদিন ধরে চলে আসছে কিন্তু সেগুলোকে সঠিক করার জন্য কোন উদ্যোগ নেননি প্রশাসন। শেষ পর্যন্ত মঙ্গলবার পশ্চিম জেলাশাসকের কার্যালয়ে ক্যাম্প করা হয় যার মাধ্যমে যে সমস্ত জমি সংক্রান্ত ঝামেলা রয়েছে সে গুলোকে সঠিক করা হবে, মঙ্গলবার মোট ১০০ টি ঐরকম মামলার নিষ্পত্তি করবেন বলে জানান ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট, তিনি আরো বলেন এ ধরনের ক্যাম্প করা হবে যাতে করে জনসাধারনের জমি সংক্রান্ত ঝামেলা গুলো নিষ্পত্তি করা যায়। এই দিন ক্যাম্পে আসা জনগণ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রেকর্ড সংশোধন অধিক সংখ্যক জায়গায় সঠিক না থাকার কারণে নিজেদের জমি নিজেরাই ঠিকমতো ব্যবহার করতে পারছেন না, কোন জায়গার পর্চা থাকলেও আর বাকি অংশের জায়গার পর্চা নেই তাই ঐ সমস্ত রেকর্ড সঠিক করার জন্যই ক্যাম্পে এসেছেন বলে জানান।