জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কেন্দ্রীয় সরকার ২০২২ সালের পয়লা ফেব্রুয়ারি যে জনবিরোধী বাজেট পেশ করেছে তাতে করে সমস্ত দেশ ও রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিদের জন্য দিশাহীন বাজেট পরিলক্ষিত করা গেছে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তপশিলি জাতি ও গনমুক্তি পরিষদের পক্ষ থেকে বাজেট এর বিরুদ্ধে মিছিল করে আগরতলা শহর পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে এসে প্রতিবাদ সভা করেন। এদিনের প্রতিবাদ মিছিল ও সভাতে উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক বিধায়ক সুধন দাস, সিপিআইএম-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, স্ব-শাসিত জেলা পরিষদের প্রাক্তন সি ই এম রাধাচরণ দেববর্মাসহ অন্যান্যরা। ঐদিনের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতি বাজেট পেশ করেছেন সেই বাজেট দেশের জনগণের জন্য সুখকর নয় তার পাশাপাশি কর্পোরেটদের জন্য বাজেট পেশ করা হয়েছে বলে উনার বক্তব্য তুলে ধরেন।এই দিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে স্ব-শাসিত জেলা পরিষদের প্রাক্তন সি ই এম বলেন বাজেট পেশ করার ফলে দেশ ও রাজ্যের জনগন এর জন্য ভালো করেন নি তার পাশাপাশি তিনি আরো বলেন উপজাতি অংশের জনগন এর জন্য বাজেট এ কিছু রাখেন নি, সর্বনাশা বাজেট পেশ করা হয়েছে বলে উনার বক্তব্য তুলে ধরেন।