জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ধর্মান্তরিত হতে অস্বীকার করায় মিশনারি স্কুল কর্তৃপক্ষের দ্বারা নির্যাতিত এম লাবণ্য এর আত্মহত্যার সঠিক বিচার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল চেন্নাই এ প্রতিবাদ সমাবেশ চলাকালীন তামিলনাডু পুলিশ দ্বারা গ্রেফতার হন এবিভিপি রাষ্ট্রীয় মহামন্ত্রী সুশ্রী নিধি ত্রিপাঠী জী সহ অন্যান্য কার্যকর্তারা। এর প্রতিবাদে আজ এবিভিপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে রাজবাড়ির সামনে। এই দিন এবিভিপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে জাস্টিস ফর লাবণ্য বলে প্রতিবাদ জানান। তামিলনাড়ুতে ১৭বছরের মিশনারি ছাত্রী লাবণ্যকে ওর ধর্ম পরিবর্তন করার জন্য চাপ সৃষ্টি করেছিল তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে আর এটাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভাল চোখে দেখছেন বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ত্রিপুরা প্রদেশ নেত্রী পার্বতী ভট্টাচার্যী। তিনি আরো বলেন লাবণ্যে যতদিন অবধি ন্যায় পাবে না ততদিন অবধি এই প্রতিবাদ তারা করে যাবেন বলে জানান।