জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার সি পি এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এক সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন যে, মন্ত্রিসভার সদস্যরা তোল্লাবাজি করছেন। কোন মন্ত্রীর নাম না করেই এই অভিযোগ তুলেন তিনি। তিনি অভিযোগ করেন, মন্ত্রীরা ৬ থেকে ১৫ শতাংশ হিসেবে ঠিকেদারি কাছে তোল্লা নিচ্ছে। এই অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য প্রমান চাইলেন মন্ত্রী সুশান্ত। এদিন মন্ত্রিসভার মুখপাত্র হিসেবে তিনি জিতেন্দ্র চৌধুরীকে অভিযোগে পক্ষে প্রমাণ দিতে চ্যালেঞ্জ জানিয়েছেন। তা না দিতে পারলে জিতেন্দ্র চৌধুরীকে ক্ষমা চাইতে হবে।
সোমবার মহাকরনে বসে, জিতেন্দ্র চৌধুরীকে চ্যালেঞ্জ জানিয়ে আইনী ব্যবস্থার হুমকি দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া এদিন মন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন যে বাম আমলে রাজ্যবাসি বহু কেলেঙ্কারি দেখেছে। আদা কেলেঙ্কারি, ব্লক কেলেঙ্কারির উদাহরণ তুলে ধরে মন্ত্রী, জিতেন্দ্র চৌধুরীকে ঘটনা গুলি মনে করিয়ে দেন। মন্ত্রী জানান, ইতিমধ্যে আইন দপ্তরকে এই বিষয়ে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন দপ্তরের পরামর্শ পেলেই ব্যবস্থা নেওয়া হবে, জানালেন মন্ত্রী।