জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার সচিবালয়ে DWS বিভাগের একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের সুবিধা প্রদানের লক্ষ্য অর্জনের জন্য কর্মকর্তাদের পায়ের আঙ্গুলে থাকতে বলেন এবং কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন সকল প্রকল্প সঠিক সময়ে সম্পন্ন করার জন্য।