জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আগরতলার নন্দনগর এলাকায় অটো চালকরা রাস্তা অবরোধ করেন। তাদের দাবি বনিক্য চৌমুহনী ভায়া জি বি রোডের যে অটোরিকশাগুলির পারমিট আছে তারা এই রাস্তাদিয়ে যাত্রী নিয়ে চলাফেরা করছেন কিন্তু খয়েরপুরের কতিপয় অটো চালকরা তাদের পারমিট না থাকা সত্ত্বেও এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাত্রী নিয়ে চলাফেরা করছেন। এই বিষয় নিয়ে তারা অনেক বার আটোচালকদের সাথে কথা বলেছিলেন কিন্তু তার মানতে নারাজ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোমবার বণিক্য চৌমুহনী এলাকায় রাস্ত অবরোধে আসেন। তাদের দাবি যাদের পারমিট জি বি ভায়া বণিক্য চৌমুহনি তারা যাএি নিয়ে যাতায়াত করতে পারছেন না কিন্তু যাদের পারমিট খয়ের পুর এর তারা এই রোডের যাএিদের নিয়ে চলাচল করছেন তাই প্রশাসন যাতে বিশেষভাবে নজর দিয়ে বিষয়টি দেখেন তারই দাবীতে রাস্তা অবরোধ করেন। এদিন ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অটোচালক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান বলপূর্বকভাবে এই অবৈধ কাজ করে আসছে তাই রাস্তা অবরোধ করা হয়েছে এবং শুধুমাত্র অটোরিকশা গুলো কে আটকানো হচ্ছে এবং বড় ধরনের গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান অটোরিকশা চালক।