জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিলোনিয়া রাজনগরের কমলপুর বাজারে বৃহস্পতিবার রাতে বেনু বিশ্বাস মৃত্যু কান্ড নিয়ে সি পি এম লাশের রাজনীতি শুরু করেছে। এই বলে ঘটনায় সমালোচিত পুলিশের পাশে দাঁড়ালো বি জে পি। দলের অভিযোগ, মৃত্যুর কারন না জানার আগেই সি পি এম ঘটনাটিকে খুন বলে দাবি করে রাজনৈতিক বাজার গরম করতে চাইছে। গত তিন দিন ধরেই বিলোনীয়া পুরান রাজবাড়ী থানাধীন বেনু বিশ্বাস মৃত্যু ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সি পি এমে’র অভিযোগ দলের কর্মী বেনু বিশ্বাসকে খুন করেছে দুস্কৃতিরা। শনিবার সি পি এম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে সরাসরি অভিযোগ তুলেছেন যে, অভিযুক্ত খুনিরা শাসক দলের লোক। রবিবার সাংবাদিক সম্মেলন করে এর জবাব দিলেন, বি জে পি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিন তিনি পুলিশের কথা মতই দাবি করেন যে, এখনো মৃত্যুর কারন নিয়েই কোন নিশ্চিত তথ্য আসেনি। সেখানে সি পি এম কিসের ভিত্তিতে ঘটনাটিকে খুন বলে দাবি করছে, প্রশ্ন তোলেন মুখপাত্র। পাশাপাশি ঘটনায় জড়িতরা বি জে পি’র লোক বলে যে প্রচার করা হচ্ছে, তারও তীব্র সমালোচনা করেন তিনি। এদিন দলের তরফে সুব্রত বাবুর দাবি, সি পি এম বরাবরই লাশের রাজনীতি করে থাকে। একই কায়দায় এবার বেনু বিশ্বাসে লাশ নিয়েও রাজনীতি শুরু করেছে সি পি এম। সি পি এমে’র তরফে পুরান রাজবাড়ী থানার পুলিশকে অপরাধী বলাতেও এদিন আপত্তি তুলেছেন বি জে পি রাজ্য মুখপাত্র।