Site icon janatar kalam

৭৮ সাল আর ৯৩ সালের পুনরাবৃত্তি হতে দেবোনা – সুবল ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আসন্ন 2023 ভোটকে কেন্দ্র করে, টিএমসি ত্রিপুরায় তার সরকার গঠনের লক্ষ্য নিয়েছে , যার জন্য টিএমসি নিয়মিত কর্মসূচির আয়োজন করছে। রবিবার এক সাংবাদিক বৈঠকে সুবল ভৌমিক মিডিয়াকে বলেছেন যে ইতিমধ্যেই কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় আনতে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে যা গতকাল কংগ্রেসের সমাবেশে প্রতিফলিত হয়েছে। সুবল ভৌমিক আরো বলেছেন যে তার বিবৃতিটি সদ্য যোগদান করা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ‘যখন তারা আক্রান্ত হয় তখন সিপিআইএমের পাশে দাঁড়ানো’। “মানুষ ক্ষমতাসীন বিজেপি সরকারের উপর তার দুঃশাসনের কারণে তাদের বিশ্বাস হারিয়েছে এবং লোকেরা বিজেপির নৈরাজ্যকে মেনে নিতে পারছে না”। সুবল ভৌমিক আরও বলেছেন যে 2023 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় তৃণমূল তাদের সরকার গঠন করবে। তার পাশাপাশি তিনি বলেন যে রাজ্যে আর ৭৮ সাল আর ৯৩ সালের পুনরাবৃত্তি হতে দেবেননা , এবং বিজেপির বিরুদ্ধে যেমন তাদের লড়াই চলছে ঠিক একইরকম ভাবে সিপিআইএম দল যেন রাজ্যে ক্ষমতায় না আসে সেদিকে লক্ষ্য রেখে সংগ্রাম চালিয়ে যাবেন বলে।

Exit mobile version