জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-আজ রাজ্য সচিবালয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন আগরতলা বাংলাদেশের হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, মো. এস.এম আসাদুজ্জামান। এদিন আগামী ২৩-শে ফেব্রুয়ারী আগরতলায় অনুষ্ঠাতব্য “দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব,আগরতলা-২০২২” এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্র মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাতে তোলে দেন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বাংলাদেশের হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, মো. এস.এম আসাদুজ্জামান ত্রিপুরা ও
বাংলাদেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি ত্রিপুরা-বাংলাদেশের মধ্যে আরও সুন্দর সম্পর্ক তৈরিতে উভয়েই সর্বাত্মকভাবে চেষ্টা করবেন বলে একে অপরকে আশ্বাস প্রদান করেন