Site icon janatar kalam

বাজেটের কপি পুড়ালো বামপন্থীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলার কেরচৌমুনী তে পুরালো জনবিরোধী ও কর্পোরেট বান্ধব বাজেটের কপি।আগরতলার বামপন্থী ৬ টি সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচী করা হয়। কেন্দ্রীয় সরকার ২০২২ ও ২০২৩ সালের জন্য যেই বাজেট পাস করেছে তাতে করে বেকার যুবক যুবতীর দের জন্য কোন কিছু রাখা হয়নি জনবিরোধী বাজেট করেছে কেন্দ্রীয় সরকার। কোভিড পরিস্থিতিতে জনগণের দিকে না তাকিয়ে যে বাজেট পেশ করেছে তাতে করে জনসাধারণ অসুবিধার সম্মুখীন হবেন।আই সি ডি এস প্রকল্পে ব্যয় বরাদ্দ কম করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ভারতবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন না তারা কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য তারা বাজেট পেশ করেছেন বলে জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা কমিটির সাধারণ সম্পাদিকা মিনতি বিশ্বাস। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।

Exit mobile version