Site icon janatar kalam

বাড়িতেই বসে পাওয়া যাবে IGM হাসপাতালের চিকিৎসা পরিষেবা.. বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা শহরের ১১৮ বছরের ঐতিহ্য বাহি হাসপাতালে ই রেজিস্ট্রেশন চালু করতে চলেছেন তাতে করে রোগির চিকিৎসা করাতে গিয়ে কোন অসুবিধা হবে না। অন লাইনে বুকিং পরিষেবাতে বাড়িতে বসে ভালো পরিষেবা পাওয়া যাবে বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস। বুধবার আগরতলার আইজিএম হাসপাতাল পরিদর্শনে আসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাথে ছিলেন আই জি এম হাসপাতালের মেডিকেল সুপার রাধা দেববর্মা সহ অন্যান্য চিকিৎসকরা।এই দিন আগরতলার আই জি এম হাসপাতালের ভিতর নতুন রাস্তা করানো হবে যাতে করে জরুরী রোগী গুলোকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারে পাশাপাশি হাসপাতালে নতুন নতুন চিকিৎসা সংযোজন এবং রোগীরা যাতে ভালো পরিষেবা পেতে পারেন এবং আগরতলা জি বি পি হাসপাতালের উপর যেই চাপ থাকে তাকে কমানোর জন্য বিশেষ ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।পরিদর্শন কালে আই জি এম হাসপাতালের সুপার রাধা দেববর্মা বলেন হাসপাতালে যে সব শিশুরা মাতৃদুগ্ধ জন্মের পর থেকেই পায় না তাদের জন্য হাসপাতালে ভেতর শিশুদেরকে মাতৃদুগ্ধের জন্য ব্যবস্থা করা হবে এবং অর্থোপেডিক এর বিভাগ অতি শীঘ্রই করা হবে। রাজ্যের ঐতিহ্যবাহী আইজিএম হাসপাতালে রোগীদের সুষ্ঠ পরিষেবা পাশাপাশি রোগীরা যাতে সঠিকভাবে পরিষেবা পেতে পারেন তার জন্য স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে এই পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে। এদিন পরিদর্শন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলীপ দাস বলেন পুরানো হাসপাতালের সোনাম হারিয়ে ফেলেছেন তাই হাসপাতালে যত বেশি করে পরিষেবা দেওয়া যায় এবং হাসপাতালে মোটরসাইকেল, গাড়ি রাখার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

Exit mobile version