Site icon janatar kalam

টিএসআর জওয়ানদের অত্যাবশ্যকীয় বিভিন্ন বিষয় প্রত্যক্ষ অনুধাবনে পর্যায়ক্রমীক পরিদর্শন অব্যাহত থাকবে – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- টিএসআর জওয়ানদের বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে আজ দশম বাহিনীর হেড কোয়াটার পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন কাগজ ভিত্তিক তথ্যনির্ভরতা কাটিয়ে, টিএসআর জওয়ানদের অত্যাবশ্যকীয় বিভিন্ন বিষয় প্রত্যক্ষ অনুধাবনে আগামীতেও সংশ্লিষ্ট আধিকারিক দ্বারা পর্যায়ক্রমীক পরিদর্শন অব্যাহত থাকবে l বিগত দিনের স্থবিরতা ও স্লথতা কাটিয়ে, পরিচালন ব্যবস্থায় একাধিক নবিকরণ দ্বারা রেশন সামগ্রীর বর্ধিত পণ্য লব্ধতা থেকে সমস্ত সুযোগ বন্টনে এসেছে স্বচ্ছতা ও অগ্রগতি l তাছাড়া সম্প্রতিকালে মহিলাদের সামাজিক সম্মানজনক অবস্থান স্বরূপ, ন্যায্যমূল্যের (রেশন) দোকানের পরিচালনা থেকে নিরাপত্তা প্রদানে টিএসআর বাহিনীতে মহিলাদের অবাধ অংশীদারিত্ব l জওয়ানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে আমাদের বিবেচনাধীন বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version