Site icon janatar kalam

বিধানসভার সদস্য পদ খারিজ করা হলো সুদীপ -আশীষের : অধ্যক্ষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল বি জেপি বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিষ সাহা পদত্যাগ পএ জমা দিয়েছিলেন, গতকাল রিসিভ করা হয়েছে বলে জানান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। মঙ্গলবার আগরতলা বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সেই সাংবাদিক সম্মেলনে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন তাদের পদত্যাগ পত্রের ৩৬৪ ধারা খতিয়ে দেখার জন্য বিধানসভা সেক্রেটারিকে নির্দেশ দেন। সমস্ত কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত হয় যে গতকাল দুপর থেকে তারা তাদের বিধানসভার সদস্য পদ খারিজ করা হয়েছে,তার সাথে সাথে বৃষকেতু দেববমা ও আশিষ দাস তাদের বিষয় গুলি আলাদা তাই বৃষকেতু দেববমাকে এই মাসের ১৪ তারিখ ডাকা হয়েছে। তিনি আরো বলেন যে সমস্ত জায়গায় বিধায়ক নেই সেই শূন্যপদ গুলো পূরন করার জন্য নির্বাচন কমিশনকে বিষয়গুলো দেখার জন্য বলেন।

Exit mobile version