Site icon janatar kalam

রাজ্যবাসীর ভালবাসা ও আশীর্বাদ কাজ করতে আরও অনুপ্রেরনা যোগায়- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা রাজ্যের প্রথম ওপেন হার্ট সার্জারির পেশেন্ট অমরপুরের শ্রী বিধান চন্দ্র ভৌমিকের পরিবারের সাথে দেখা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত কিছুদিন আগে বিধানবাবুর ওপেন হার্ট সার্জারি হয় আগরতলার জিবি হাসপাতালে তাও বিনামূল্যে। এটি ত্রিপুরা রাজ্যের প্রথম ওপেন হার্ট সার্জারি। এদিন মুখ্যমন্ত্রীকে বিধান চন্দ্র ভৌমিকের মা জানান যে আর্থিক অনটনের কারনে এই অস্ত্রোপচার অন্য কোথাও করা সম্ভব ছিল না। ওনার আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাছাড়া রাজ্যবাসীর এইরকম ভালবাসা ও আশীর্বাদ ওনাকে কাজ করতে আরও অনুপ্রেরনা যোগায় বলে অভিমত ব্যাক্ত করার পাশাপাশি রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যারা এই অভূতপূর্ব কাজটি করে দেখিয়েছেন তাদের অভিনন্দন জানান এবং আগামীদিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে সব ধরনের পদক্ষেপ নিতে সচেষ্ট থাকব বলে মত প্রকাশ করেন তিনি ।

Exit mobile version