Site icon janatar kalam

বাজার এলাকা যানজট মুক্ত রাখতে চলছে নতুন টার্মিনাল নির্মান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলার মহারাজগঞ্জ ও বটতলা বাজার যান জট মুক্ত রাখার জন্য আমতলী বাজার সংলগ্ন নাগীছড়া এলাকায় তৈরি করা হচ্ছে নতুন টার্মিনাল। তৈরি করা হচ্ছে যেখানে বহি দেশ ও বহি রাজ্যের গাড়ি থেকে মালপত্র আনলোডিং করা হবে বহিরাজ্য থেকে এখন বড় বড় গাড়িগুলো সরাসরি মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজারে আসার ফলে তৈরি হয় যানজট আর তা থেকে মানুষকে নিস্তার দিতেই এই উদ্যোগ। নাগী ছড়া থেকে ছোট ছোট গাড়ি করে বিভিন্ন বাজারে মাল নিয়ে যাওয়া হবে আগামী দু-এক মাসের মধ্যে এই নতুন টার্মিনালের উদ্বোধন করা হবে। এইদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন বটতলা বাজার এবং মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি ও মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। বটতলা বাজারে বড় গাড়ি দিয়ে মাছগুলো আনা হয় সেখানে লোডিং আনলোডিং একই রাস্তা তে করা হয় তার ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পাশে আম্বেদকর হাই স্কুল সেখানেও যেতে পারছেন না বাজারের প্রবেশদ্বারের রাস্তাটা বন্ধ হয়ে গেছে জল জমে থাকে তাই পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে। বাইপাস নাগী ছড়া টার্মিনালে বড় বড় গাড়িগুলো সেখানে থাকবে ওইখান থেকে বটতলা বাজার ও মহারাজ গঞ্জ বাজারে ছোট গাড়ি দিয়ে মাছগুলো নিয়ে আসবে তার জন্য নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হবে যাতে করে ক্রেতা জনগণের জন্য অসুবিধা না হয় চলাচলের তার জন্য এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version