Site icon janatar kalam

২ দিন বাদে স্বরসতী পূজো, জিনিসপত্রের বর্ধিত মূল্যে মাথায় হাত ব্যবসায়ীদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-আর হাতে মাএ দুই দিন বাকি ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷ নিউ নর্মালে স্কুল, কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল হতে তৈরি ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই হবে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্‍সবের আমেজ৷ বাণী বন্দনাকে সামনে রেখে বসন্তের শুরুতে বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবে তরুণ-তরুণীরা। স্টাইল স্টেটমেন্টে নতুন সংযোজন হবে পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক৷আর মূর্তি পাড়ায় চলছে জোড় কদমে প্রস্তুতি। চলছে শেষ তুলির টান।ছোট মাঝারি বড় সব ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতির কারণে অন্যান্যবারের তুলনায় মূর্তি সেই রকমভাবে তৈরি করা হয়নি। আকাশ ছোঁয়া জিনিসপত্রের দামের কারণে ব্যবসায়ীদের মাথায় হাত বলে জানান মূর্তি পাড়ার ব্যবসায়ীরা। এরা বলেন কোভিড পরিস্থিতির কারণে স্কুল-কলেজ সবকিছুই বন্ধ ছিল তাই বড় কোন মূর্তি নির্মাণ করেন নি ছোট মূর্তি বানিয়েছেন এখনো কোন অর্ডার পায়নি রেডিমেট বানিয়ে রেখেছেন বলে জানান ব্যবসায়ীরা।

Exit mobile version