Site icon janatar kalam

বটতলা বাঁশ বাজার উচ্ছেদ করতে মাইকিং ঘিরে চাঞ্চল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আদালতের আদেশ এড়িয়ে বটতলা বাঁশ বাজার উচ্ছেদ করতে চলছে আগরতলা পুর নিগম। নিগমের সাউথ জোন থেকে বুধবার বিকেলে মাইকিং করে বাজারে বাঁশ গুলি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে যায়। বুধবার রাত ১২ টার মধ্যেই বাঁশ বাজারের সমস্ত বাঁশ সরিয়ে নিতে বলা হয়েছে। তা না হলে নিগম পক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার নিগমের এই উদ্যোগ ঘিরে ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে বুধবারই নিগমের কমিশনার শৈলেশ যাদবের সঙ্গে দেখা করেন ব্যবসায়ীরা। আদালতের আদেশে এই বাজারের উপর স্থিতাবস্থা জারি থাকার পরও নিগম কিভাবে এই ধরনের উদ্যোগ নেয়, প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। যদিও কমিশনার শৈলেশ যাদব এর কোন সদুত্তর দিতে পারেন নি। আদালতের স্থিতাবস্থার আদেশের পর গত ২৫ জানুয়ারি প্রথম ব্যবসায়ীদের উচ্ছেদ নোটিশ দেয় নিগম। সরকারি জমি দখল করে গড়ে তোলা এই বাঁশ বাজার উচ্ছেদ করতে উদ্যোগ নিলে ব্যবসায়ীরা উচ্চ আদালতে মামলা করেন। আদালত মামলার বিচারে একটা মধ্যস্ত সমাধান দেয়। ব্যবসায়ীদের বিকল্প জমি দিয়ে বাজার উঠিয়ে দিতে আদেশ করেছিল আদালত। ততদিন বাজারের জমিটির উপর স্থিতাবস্থা জারি করেছিল আদালত। এদিকে নিগমের পক্ষে দেওয়া বিকল্প জমি ব্যবসার জন্য উপযুক্ত নয় বলে এবার আবার বেঁকে বসেছেন ব্যবসায়ীরা। মামলা এখনো চলছে। এরই মধ্যে গত ২৫ জানুয়ারি পুর নিগমের নোটিশ পাঠানোর পর থেকেই আবার ব্যবসায়ীদের মধ্যে দুঃচিন্তা দেখা দেয়।

Exit mobile version