জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত কিছু মাস আগে জেআরবিটি অধীন চাকুরী সংক্রান্ত পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপর এই পরীক্ষার ফলাফল জানুয়ারী মাসে দেওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করেনি দপ্তর। তাই জেআরবিটি পরীক্ষার্থীরা তাদের ফলাফল ঘোষণার দাবিতে জিআরপি বোর্ডে র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরীক্ষার্থীরা আগামী সাত দিনের ভেতর যদি ফলাফল বের না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। তাছাড়া দপ্তরের কেউ এসে তাদের সাথে কথা বলে সমস্যা নিরসনের উপায় বের করার দাবী রাখেন।