Site icon janatar kalam

এই বাজেট নারীকেন্দ্রিক , যুবকেন্দ্রিক- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন বাজেট পেশ করেছেন পার্লামেন্টে। এই বাজেট নিয়ে বিরোধীরা সুর চড়ালেও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা প্রশংসায় পঞ্চমুখ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা প্রশংসা করেছেন এই বাজেটের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কেন্দ্রের বাজেট উন্নয়নমুখী। আধুনিক ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট। ‘বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে এই বাজেট খুবই সম্ভাবনাময়। স্বাস্থ্য থেকে শিক্ষা,পরিকাঠামো সবকিছুতে গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেট নিয়ে প্রশংসার সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেবও। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তিনি জানান আগামী ২৫ বছর পর দেশ কোথায় যাবে সেটা এই বাজেটে লেখা আছে। তাছাড়া এই বাজেট নারীকেন্দ্রিক , যুবকেন্দ্রিক, এবং দিব্যঙ্গকেন্দ্রিক বলে মত প্রকাশ করেন। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন এই বাজেটে নেই বাড়তি কোন করের খবর , এই বাজেট কৃষক দেড় জন্য নিয়ে এসেছে বড় ধরণের সুবিধা যাতে কৃষকদের সর্বক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি এই বাজেটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিউ ইন্ডিয়া ডিজিট্যাল ইন্ডিয়ার যে দিশা সেই দিশা পরিলক্ষিত হয় বলে অভিমত ব্যাক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Exit mobile version