জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-
সোমবার রাত্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানী আগরতলা সংলগ্ন বড়জলার মহান ক্লাব এলাকায়। অগ্নিকাণ্ডের বরজালা বাজারে প্রায় অনেকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বাজার শেডের মিষ্টির দোকান, গ্রোসারির দোকান, সেলুন, ডেকোরেটার্স, বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ও আসবাবপত্রের দোকান থেকে শুরু করে অসহায় মানুষের একমাত্র বেঁচে থাকার অবলম্বন এই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ৩০ মিনিট দেরিতে আশায় আগুন এর ব্যাপকতা বৃদ্ধি পায় বলে অভিযোগ। চারিদিকে আত্ম চিৎকার চেঁচামেচি বুক ফাটা কান্না আকাশ ভারি হয়ে ওঠে।সেই সময় ছিলো করোনার কার্ফু।দোকান পাট ছিলো বন্ধ।ফলে কেউই কোনরকম আগুন নেভানোর সুযোগ পাননি। মঙ্গলবার বি জে পি বিধায়ক সুদীপ রায় বর্মন পরিদর্শনে যান বরজালা বাজারে সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন। বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে আবার ব্যবসা করতে পারেন তার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন যাতে করে প্রশাসন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানান সুদীপ রায় বর্মন। বড়জলা বাজারের ব্যবসায়ীদের পাশে প্রশাসন কতটুকু এগিয়ে আসেন সেটাই এখন দেখার তা না হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিনযাপন করতে অসুবিধার সম্মুখীন হবেন।