Site icon janatar kalam

বড়জলা মহান ক্লাব সংলগ্ন এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের জায়গা পরিদর্শনে বিরোধী দলনেতা মানিক সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল রাতে বড়জলা মহান ক্লাব সংলগ্ন এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল সেই জায়গা পরিদর্শন করতে যান বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন কাউন্সিলর শ্যামল দে,, শ্রমিক নেতা কানু ঘোষ সহ অন্যান্যরা। গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই তাদেরকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহব্বান রাখেন বিরোধী দলের নেতা মানিক সরকার।তিনি বলেন মঙ্গলবার সকালে খবরের কাগজে তিনি দেখতে পান বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে কতগুলো দোকান নষ্ট হয়েছে ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০লক্ষ টাকা হবে তখন ওনার মনে হয় পরিচিত এলাকায় যেতে হবে তাই তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সরকারকে তথ্যাদি সংগ্রহ করতে হবে এবং জেলাশাসক এর সাথে বিরোধীদলের বিধায়করা কথা বলবেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন পাশাপাশি তিনি আরো বলেন বিরোধীদলীয় নেতার কাছে সমস্ত তথ্য তুলে দিলে বিরোধী দলনেতাও রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ করবে বলে জানান। আগরতলা পৌর নিগন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং সিপিআইএম দলের পক্ষ থেকে কথাবার্তা বলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করবেন। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিরোধীদলীয় নেতা বলেন আগুনের সূত্রপাত সম্পর্কে উনার কোনো জানা নেই যে জায়গায় অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা এসেছেন তাই খুব ভালো জানবেন বলে জানান তিনি।

Exit mobile version