2024-12-16
agartala,tripura
রাজ্য

মধুর নাম করে গুড়ের জল বিক্রি করে জন সাধারণকে ঠকাচ্ছে বহি রাজ্যের যুবকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-
আবারো একবার বহি রাজ্যের যুবকদের হাতে প্রতারণার শিকার রাজ্যের জন সাধারন। ঘটনা বিশালগড় মহকুমার গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়। ক্ষুব্ধ জনগণের হাতে আটক বহি রাজ্যের তিন প্রতারক। টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় মধু বিক্রি করতে আসে 3 যুবক।তারা প্রতি লিটার 500 থেকে 600 টাকা করে বিক্রি করছিল। এমন সময় এক টি এস আর জওয়ান মধু ক্রয় করতে এসে মধুর কালার দেখে সন্দেহ জাগে বলে অভিযোগ।এরপর ওই TSR জওয়ান পরীক্ষা করে দেখতে পায় মধুর পরিবর্তে গুড়ের জল। সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে এলাকাবাসী। এদিকে, TSR জওয়ান তিন যুবককে আটক করে তাদেরকে পুলিশের হাতে তুলে না দিয়ে ছেড়ে দেয়। এদিকে মধু বিক্রেতারা বলছে তাদের বাড়ি শিলিগুড়ি এলাকায়। তাদের মধু অরজিনাল যদি হয়।বা তাদের মধুর মধ্যে করে জল মেশানো থাকে তাহলে মেশিনের চেক করা হোক।এমনটাই দাবি মধু বিক্রেতাদের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service