Site icon janatar kalam

দেশের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে নিজ কেন্দ্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রত্যেক মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্র বিজেপি ৯ বনমালীপুর মন্ডল অফিসে প্রধানমন্ত্রী মন কি বাত শুনতে আসেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান আজ জাতির জনক মহাত্মা গান্ধীর পুণ্যতিথিতে সারা দেশের বুথে বুথে আমাদের কার্যকর্তারা মন কি বাত অনুষ্ঠান শুনছেন। সরকারিভাবেও এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই মন কি বাত অনুষ্ঠানে অনেকবার ত্রিপুরার নাম উঠে এসেছে এবং আমি গর্ববোধ করি যে আমরা এমন একজন দেশসেবক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রতি সমর্পিত সাধারন ব্যক্তিদের প্রচেষ্টাকে সর্বসমক্ষে তুলে ধরে উৎসাহিত করেন। এদিনের মন কি বাত দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Exit mobile version