জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির পিতা মহাত্মা গান্ধীর 74 তম মৃত্যু বার্ষিকী।এদিন সারা দেশের সাথে রাজ্যও সরকারি ও বেসরকারি উদ্যোগে এদিনটি পালন করা হয়।এদিন সকালে মন্ত্রী রামপ্রসাদ পাল প্রথমে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।এরপর গান্ধীঘাটস্থিত গান্ধী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, জাতির পিতা মহাত্মা গান্ধী যুদ্ধ নয়,শান্তি দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন।তার অবদান অনস্বীকার্য।