জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ বৃদ্ধিবাজার টিএসআর ক্যাম্প পরিদর্শন ও ত্রিপুরা স্টেট রাইফেলস এর জওয়ানদের সাথে সাক্ষাতে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরা স্টেট রাইফেলস এর জওয়ানদের সাথে আলাপ করার সুযোগ পেলাম বলে মত প্রকাশ করেন এবং তাদের দ্বারা সম্মুখীন হওয়া বিষয়গুলি নিয়ে আলোচনা করেন এবং সেই বিষয়গুলি সমাধানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন সপ্তম বাহিনীর অন্তর্গত, বৃদ্ধি বাজার সি-কোম্পানি প্ল্যাটুন পোস্ট এর বিভিন্ন বিভাগ পরিদর্শনের মাঝে সৈনিক সম্মেলনে জওয়ানরা জানান, ২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় বর্তমানে গড়ে নূন্যতম প্রায় ৮-১০ হাজার বা তার অধিক মোট বেতন বৃদ্ধি পেয়েছে l পোশাকের নতুনত্ব সহ অন্যান্য ইতিবাচক ব্যবস্থাপনা জওয়ানদের মনোবলকে অনেকটাই উজ্জীবিত করেছে l