জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গৌহাটি আসামে গামুসা মেগা এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড দ্বারা আয়োজিত মর্যাদাপূর্ণ জাতীয় প্রতিযোগিতা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্টার আইকনের ৯জন বিজয়ীকে নিয়ে ডক্টর রাখি দেববমা নেতৃত্বে বৃহস্পতিবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে যে সমস্ত বিজয়ীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয় হয়েছেন। কোভিড পরিস্তিতি কাটিয়ে উঠার পরেই জাতীয় স্তরের বিভিন্ন ইভেন্টে নেতৃত্ব দিয়ে কাজ করবেন বলে জানান বিজয়ীরা। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে ডক্টর রাখি দেববমা, এিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে এই সব বিজয়ীরা বলে জানান।