জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যথাযথ মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, টি আই ডি সি চেয়ারম্যান টিংকু রায়,২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারসহ দলীয় কার্যকর্তারা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রজাতন্ত্র দিবসের ইতিহাস তুলে ধরে তিনি জানান আজকের এই দিনে ব্রিটিশ সরকারের ১৯৩৫ সালের ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট’-এর সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারতের সংবিধানের সমাপ্তি হয় এবং দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার ঘোষণা করা হয়। সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয়। ড. বিআর আম্বেদকর, জওহরলাল নেহরু, ড. রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি করা হয়। ১৯৪৭ সালের ২৯ অগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছরের ৪ নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয় এবং এর পরে দু’বছরেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানা চিন্তাভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সভার ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধানের দু’টি হস্তলিখিত কপিতে সই করেন এর দু’দিন পর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়, বলে জানান।