Site icon janatar kalam

জঙ্গি হামলা ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর

জনতার কলম প্রতিনিধি:- প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি হামলা ঠেকাতে বাড়তি সতর্ক সীমান্তরক্ষী বাহিনীর। জঙ্গিরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর এসেছে। সেই কারণেই তাঁরা সতর্ক বলে জানিয়েছেন বিএসএফ-এর আইজি ডি কে বুরা। তিনি আরও বলেছেন, দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভালভাবেই পালিত হবে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসএফ-এর আইজি জানিয়েছেন, ‘প্রজাতন্ত্র দিবসের আগে আমরা প্রতিবারই সতর্ক থাকি। এই সময় প্রায় প্রতিবারই সীমান্তে জঙ্গি তৎপরতা বেড়ে যায়। তবে আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তৈরি। দেশ-বিরোধী শক্তির যাবতীয় ছক আমরা বানচাল করে দেব। আমরা গোয়েন্দা বিভাগ থেকে কিছু তথ্য পেয়েছি। প্রকৃত নিয়ন্ত্রণরেখা সহ সব সীমান্তে আমরা অত্যন্ত সতর্ক আছি। সীমান্তে প্রহরা বাড়ানো হয়েছে। সীমান্তে সর্বোচ্চ সংখ্যায় জওয়ান এবং অফিসারদের মোতায়েন করা হয়েছে। আমরা জঙ্গি দমনে অভিযান চালাচ্ছি। ড্রোন হামলা ঠেকানোর জন্যও আমাদের অভিযান চলছে। জঙ্গিরা যে চক্রান্তই করুক না কেন, আমি আশাবাদী, ওরা সফল হতে পারবে না। আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, ভয়ের কোনও কারণ নেই। দেশের মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যা করার করব বলে জানান।

Exit mobile version