Site icon janatar kalam

গরিবদের অন্নের সাহাৰ্য্যার্থে এগিয়ে এলো গোবিন্দ বাউল নামক এক ব্যবসায়ী

রাজ্যের এই করুন পরিস্থিতিতে এগিয়ে এলো এক ডালমুট কোম্পানির কর্ণধার গোবিন্দ বাউল। উল্লেক্ষ এদিন তিনি মোট ৯টি আইটেম চাল, ডাল, সোয়াবিনসহ ২৭০ জনের খাবারের ব্যবস্থা করেন এবং স্যোশাল ডিস্টেন্স ম্যান্টেনিংয়ের মাধ্যমে তাদের মাঝে খাবার বিতরন করেছেন। পাশাপাশি তিনি একটি বার্তা ও দিয়েছেন যে এনার মত যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন সমাজে কোন গরিব না খেয়ে থাকবেনা বলে তিনি জানান।

Exit mobile version