Site icon janatar kalam

আজ আবারও কোর্টে হাজিরা দিলেন মানিক সরকারসহ ৪ বিরোধী নেতৃত্ব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২৬/৮/২০২০ সালের মানুষের দাবী আদায়েরজন্য প্যারাডাইস চৌমুহনীতে আন্দোলন করতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার ও উপ দল নেতা বাদল চৌধুরী সহ ৮ জনের বাম কর্মী সমর্থক দের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে আগেও একবার আদালতে এসেছিলেন এই ৮জন বাম নেতৃত্বরা মঙ্গলবার পুনরায় আদালতের তরফ থেকে তারিখ ছিলো আসার জন্য আদালতে কিন্তু এই ৮ জন বিরোধী নেতৃত্বের মধ্যে ২ জন করোনা সংক্রমনে পরলোকে গমন করেছেন, তাই আজ মানিক সরকার সহ বাকি ৬ জন আজ আদালতে হাজিরা দেন। চার্জশিট পত্র যাচাই করার জন্য এই হাজিরা বলে জানান মানিক সরকার আইনজীবি এবং আবার পরবর্তি সময়ে যেই তারিখ পরবে সেই তারিখে এসে পুনরায় হাজিরা দিতে হবে মানিক সরকার সহ অন্যান দের কে।

Exit mobile version