Site icon janatar kalam

দিল্লী নিজামউদ্দিন ফেরত বিটার বন মুল্লা পাড়া থেকে ১৬জনকে কোয়ারেন্টাইনে নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর

করোনা ভাইরাস নিয়ে গোটা দেশ ইতিমধ্যে নাজেহাল হয়ে পড়েছে। প্রতি মিনিটে বাড়ছে সংক্রমনের সংখ্যা। উত্তর পূর্বের মিজুরাম, মনিপুরের পর আসামে করোনা ভাইরাস সংক্রমনের খবরে রাজ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দিল্লী নিজামউদ্দিন ফেরত লোকদের মাধ্যমে এই ভাইরাস আসামে বিস্তার ঘটায় তা রাজ্যের ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। শনিবার ফের দিল্লী নিজামউদ্দিন ফেরত ১৬জনকে কোয়ারেন্টাইনে নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এদিন বিটার বন মুল্লা পাড়া থেকে তাদের কোয়ারেন্টাইনে নিয়ে যায় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। জানাগেছে গত ১১ তারিখ রাজ্যে ফিরে ছিল তারা। তবে এতদিন তারা সকলই হোম কোয়ারেন্টাইনে ছিল। কিন্তু তারপরও তাদের রক্ত পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের শিপার্ডস্থিত কো অপারেটিভ সোসাইটির হল ঘরে কোয়ারেন্টেনে রাখা হবে। তবে রাজ্যে বর্তমানে করোনা সংক্রমিত কোন রোগী পাওয়া যায়নি ।

Exit mobile version