জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজ্য সচিবালয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে আজকের ক্যাবিনেট সিদ্ধান্ত সংবাদমাধ্যমের সামনে তুলে ধরে তিনি জানান, PWD দপ্তরের অধীন ১৮টি সিনিয়র গ্রাউসম্যান পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যা রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজে গতি আনার জন্য অতি শীঘ্রই নিয়োগ করা হবে বলে, তাদের পে স্কেল থাকবে ১০,২৩০ থেকে ৩৪,৮০০। তাছাড়া রাজ্যের অগ্নি নির্বাপক দপ্তরের ২৩৫টি বিভিন্ন পোস্টে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার মধ্যে STATION OFFICER- 5 nos, SUB OFFICER- 15 nos, LADY FIREMAN- 25 nos, DRIVER- 25 nos, FIRE MAN- 160 nos, LDC- 5 nos, এবং রাজ্যের সমাজ কল্যান দপ্তরে CDPO ২২ পোস্টে নিয়োগের সিদ্ধান্তের কথা জানান তিনি।